নবাব ' এল এল বি ' সিনেমার টাইটেল সং লিখলেন তাবীব মাহমুদ
তাবীব মাহমুদ- যিনি গাল্লি বয় রানা'র আবিষ্কারক। তিনি এবার লিখলেন নবাব 'এল এল বি' সিনেমার টাইটেল সং।
গত ১৯ আগস্ট তিনি এ সিনেমায় সাইন ইন করেন।
উল্লেখ্য, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ছাত্র। তার হাত ধরে গাল্লি বয় রানা আবিষ্কৃত হয়। তিনি সাধারণত র্যাপ, হিপ হপ ঘরনার গান গেয়ে থাকেন এবং তিনি একজন ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর। গান গাওয়ার পাশাপাশি তিনি গান লিখেন।
এই সিনেমার হাত ধরেই সিনেমায় তার অভিষেক হবে।
এছাড়া এই সিনামায় স্টার কাস্ট হিসেবে রয়েছে - শাকিব খান, অর্চিতা স্পর্শিয়া এবং মাহিয়া মাহি।
তার জন্য রইলো শুভকামনা।
No comments