চট্টগ্রামের " প্যাঁচ " আসছে
প্যাঁচ আসছে
দৃশ্যছায়া থেকে নির্মিত হচ্ছে সাদেক সাব্বির কাহিনী ও পরিচালনায় চলচ্চিত্র প্যাঁচ।
থ্রিলার ধর্মী এই চলচ্চিত্রটির এক্সিকিউটিভ প্রোডিউসার হিসেবে আছেন ইফতেখার আহমদ সায়মন।
দৃশ্যছায়ার এই প্রোডাকশনের সাথে অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে থাকছে উইন সিক্সটি ফোর প্রডাকশন হাউজ। থ্রিলার ধর্মী এই চলচ্চিত্রটি চট্টগ্রামের বিভিন্ন মনোরম লোকেশনে শুট করা হবে। সিনেমাটির চিত্রনাট্যকার, চিত্রধারক ও সম্পাদক হিসেবে আছেন মোঃ হাসিবুর রহমান। ইতোমধ্যে সিনেমাটির বিভিন্ন চরিত্রের জন্য অনলাইন অডিশন পর্ব শুরু হয়েছে।
শহরের বিখ্যাত শিল্পপতি খুন হয়েছে। খুনীকে বের করা নিয়েই প্যাঁচ। এই সিনেমায় প্রোটাগনিস্ট কেউ নেই, গল্পটাই হচ্ছে আমার প্রোটাগনিস্ট চরিত্র। নিজের আসন্ন সিনেমা নিয়ে এমনটাই বললেন সাদেক সাব্বির। "খুব শিগ্রি আমরা প্যাঁচ সিনেমার কাজ শুরু করতে যাচ্ছি। সায়মন ভাইকে গল্পটা শুনানোর পর উনি সাহস দিলেন মাঠে নামার জন্য।'' - এমনটাই জানালেন তরুণ নির্মাতা সাদেক সাব্বির। নিজের প্রথম ফিচার লেংথ ফিল্ম নির্মাণ নিয়ে তার আবেগ ও উত্তেজনা ফুটে উঠলো কণ্ঠে। ইতোমধ্যে বেশ কিছু টেলি নাটক, বিজ্ঞাপন, শর্ট ফিল্ম বানানো হলেও ফিচার লেংথে এটাই তার প্রথম কাজ।
চট্টগ্রামে কাজ করার ক্ষেত্রে এখন আর টেকনিক্যাল সাইড নিয়ে চিন্তা করার দরকার নাই। আল্লাহর রহমতে দৃশ্যছায়া এখন প্রায় টেকনিক্যাল সাইড এর দিক থেকে স্বয়ংসম্পূর্ণ। আমার স্বপ্নই হচ্ছে চট্টগ্রামকে স্বাধীন ধারার চলচ্চিত্র শহর হিসেবে দেখার। সাব্বিরের গল্পটা ভালো লাগায়, এবং ওর প্রেজেন্টেশন স্টাইল পছন্দ হওয়ায়, বলেই ফেললাম চল প্যাঁচটা খুলে দেখি ! আমাদের ফিল্ম এর জগতটাতে নানান ধরনের প্যাঁচ ঘোঁচ। কোন সিন্ডিকেটের মধ্যে না থেকে দৃশ্যছায়া নিজেদের মতো করে স্বাধীন ভাবে গত নয় বছর কাজ করে যাচ্ছে। ২০২০ থেকে দৃশ্যছায়া ফিচার লেংথ কাজ স্বাধীন ভাবে করার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে। নিজেদের কাজের পাশাপাশি অন্যদের কাজকেও দৃশ্যছায়া বরাবরই উৎসাহ দিয়ে এসেছে এবং আগামীতেও দিয়ে যাবে। সুস্থধারার সিনেমা নির্মাণ মুখরতা থেকে চট্টগ্রাম হয়ে উঠুক সিটি অফ সিনেমা।‘’ দৃশ্যছায়া কর্ণধার ও প্যাঁচ সিনেমার এক্সিকিউটিভ প্রোডিউসার ইফতেখার আহমদের এই স্বপ্ন পূরণ হবে কিনা সেটা সময়ই বলে দিবে। তবে তার প্রতিষ্ঠান দৃশ্যছায়া ইতোমধ্যেই ইউটিউব চ্যানেলে নিয়মিত ব্যাতিক্রম ধর্মী ওয়েব কনটেন্ট উপহার দিচ্ছে দর্শকদেরকে। দৃশ্যছায়া এর আয়োজনে গত দুই বছর ধরে চলে আসা চট্টগ্রাম ইনডি ফিল্ম ফেস্ট ইতো মধ্যে বেশ সাড়া জাগিয়েছে দেশের তরুণ নির্মাতাদের মাঝে। ইতোমধ্যে বহির্দেশ থেকেও ফিল্ম সাবমিশন হচ্ছে এই ফিল্ম ফেস্টে।
- মোঃ মুজিবুর রহমান।
No comments