Header Ads

রেকর্ড গড়লো ' Khuda Haafiz '

 এই তো সবে মাত্র গতকাল ( ১৪ ই আগস্ট ) মুক্তি পেয়েছে ' খোদা হাফেজ ' মুভি। আর এর মধ্যেই গড়লো  রেকর্ড।


ফারুক কবির পরিচালিত এই মুভিটি গতকাল ১৪ ই আগস্ট মুক্তি দেওয়া হয়। অনলাইন প্ল্যাটফর্ম ডিসনি প্লাস হস্টার এ। আর একদিনের মাথায় IMDb তে এর রেটিং দাঁড়ায় ৯.৪ এ । যা আসলেই একটা রেকর্ড কোন মুভির ক্ষেত্রে । 

আর এই মুভিতে প্রধান চরিত্রে রয়েছে আন্ডার রেটেড এক্টর খ্যাত Vidyut Jammwal । অনেক বছর পর তাকে এই মুভিতে লিড রোলে দেখা যাবে। IMDb তে তার মুভির ট্রেলার রিভিউ ৯.৪ পাওয়া তার জন্য হয়তো এটা একটা বড় এচিভমেন্ট হবে। হয়তো এই মুভি দিয়ে তার ক্যারিয়ারের মোড় ঘুড়ে যাবে। 

কিন্তু, অনেকেই এই মুভির প্রোমোশন না দেখায় করছেন সমালোচনা।



No comments

Powered by Blogger.