ব্লগিং করতে চাচ্ছেন এই ৮ টি জিনিস মাথায় রাখুন
ব্লগিং হল লেখা-লেখির একটা পেশা । আপনি যদি ভালো লিখতে পারেন তাহলে ব্লগ সাইটগুলো আপনার জন্য উপযুক্ত।
তবে, ব্লগিং এ নতুনরা এসে সাধারন কিছু ভুল করে থাকে। আজকে তেমনই ৮ টি ভুল নিয়ে আজকে কথা বলবো।
১. শুরুতেই আয়ের চিন্তা করা -
আপনি যদি মনে করেন প্রথম দিন থেকেই আপনি আয় করতে পারবেন, তাহলে ব্লগিং আপনার জন্য নয়। ব্লগ থেকে ভালো কিছু আয় পেতে চাইলে আপনাকে অপেক্ষা করে যেতে হবে।
আপনাকে আপনার কনটেন্ট অনুযায়ী আর্টিকেল পোস্ট করে যেতে হবে। তাহলেই একটা সময় পর আপনি ভালো আর্নিং পাবেন। তবে তার জন্য আপনাকে অবশ্যই ধৈর্য্য ধরতে হবে।
নতুন হিসেবে আপনাকে কনটেন্ট এর দিকে মনযোগী হতে হবে। তবেই আপনি ভালো কিছু করতে পারবেন।
২. অতিরিক্ত এ্যাফিলিয়েট প্রোগ্রামের জন্য আবেদন করা -
নতুন ব্লগাররা অনেক সময়ই অতিরিক্ত এ্যাফিলিয়েট প্রোগ্রামের জন্য আবেদন করে।
আপনার ব্লগের যে বিষয় সেই বিষয় সম্পর্কিত কয়েকটা ভালো ভালো কম্পানির এ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করুন। এতে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন।
৩. কনটেন্ট ছাড়াই এ্যাফিলিয়েট মার্কেটে এপ্লাই করা -
অনেকেই কোন কনটেন্ট ছাড়াই এ্যাফিলিয়েট মার্কেটে এপ্লাই করে। যার ফলে তারা রিজেক্টেট হয়ে যায় এবং তারা দ্রুত হতাশ হয়ে পড়ে।
কোন কম্পানি এ্যফিলিয়েট পার্টনার নেওয়ার আগে তার ওয়েব সাইটটা রিভিউ করে, তারপর তারা একাউন্ট এপ্রুভ করে। আপনার সাইটে কনটেন্ট না থাকলে অতি সহজেই রিজেক্ট হয়ে যাবেন।
কনটেন্ট ছাড়া এপ্লাই না করে , আগে আপনার কনটেন্ট বাড়ান এবং তারপর আবেদন করুন। তাহলে আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন।
৪. এ্যাফিলিয়েট লিঙ্ক স্প্যামিং -
এটি একটি কমন মিস্টেইক । অনেকে তাদের এ্যফিলিয়েট লিঙ্কটি ইউটিউব বা ফেইসবুক কমেন্টে পেস্ট করে দিয়ে দেন, এটিকে বলে এ্যফিলিয়েট লিঙ্ক স্প্যামিং। এটি করা যাবে না। এটি করলে আপনার একাউন্টটি ব্লক হয়ে যেতে পারে।
সো, এখন থেকে এটি করবেন না।
৫. এ্যাফিলিয়েট লিঙ্ক পেইড প্রোমোশন করা -
অনেকে আছে যারা তাদের এ্যাফিলিয়েট লিঙ্কটি পেইড প্রোমোশন করে। ফেইজবুক বুস্ট , গুগল এডওয়ার্ড বা এ জাতীয় প্রোমোশনাল টুল ব্যাবহার করে যদি আপনি আপনার এ্যাফিলিয়েট লিঙ্কটি প্রোমোশন করেন , তাহলে আপনার এ্যাফিলিয়েট একাউন্টটি সাস্পেন্ড হয়ে যেতে পারে।
আপনি আপনার ওয়েব সাইটে কনটেন্ট লিখে তার মাধ্যমে আপনার এ্যাফিলিয়েট লিঙ্ক প্রোমোট করেন, কোন সমস্যা নেই। এতে আপনি একটা ভালো আউটপুট পাবেন।
৬. ডেটা এনালাইসিস না করা -
নতুন ব্লগারদের সবচে করা বড় ভুল এর মধ্যে একটি হল ডেটা এনালাইস না করা।
আপনার ওয়েব সাইটে কি পরিমাণ ভিজিটর আসছে, তাদের বয়স কত, তাদের জেন্ডার এবং কোন দেশ থেকে আপনার ট্রাফিক জেনারেট হচ্ছে এগুলা এনালাইস করা। এগুলা এনালাইস করলে আপনি আপনার পরবর্তী কনটেন্ট সাজাতে পারবেন। এবং আপনার সাইটের এংগেজমেন্ট বাড়বে, যার ফলে আপনার সাইটে ভিজিটর আসতে আসতে বাড়বে।
৭. অতিরিক্ত এড ব্যানার ব্যাবহার করা -
অনেক ওয়েব সাইটে দেখা যায় শুধু এড বান্যার আর এড ব্যানার। এড ব্যানারের জন্য কনটেন্ট দেখা যায় না । এটি আসলে বিরক্তিকর।
কেউ ই আসলে এড দেখার জন্য সাইট ভিজিট করে না । তবুও এড দিতে হয়। কেননা, এড না দিলে আমাদের ইনকাম হবে কিভাবে। তাই বলে অতিরিক্ত এড ব্যানার দেওয়া যাবে না। গুগল এর এড সেন্স অনুযায়ী সর্বোচ্চ দুইটা এড দেওয়া যাবে। এর বেশি দিলে আপনার এড সেন্স একাউন্টটি ব্যান হয়ে যেতে পারে।
৮. ইউজারদের ফিডব্যাক থেকে না শেখা -
নতুন ব্লগাররা পাঠকদের মন্তব্য ফলো করে না। এটি বড় একটি ভুল।
আপনার সাইটে অনেক ভিজিটর আসবে। তারা তাদের বিভিন্ন মন্তব্য শেয়ার করবে। আপনি তাদের সেই মন্তব্য দেখে আ[পনার পরবর্তী কনটেন্ট সাজাতে পারবেন।
আশা করছি উপরের বিষয়গুলো আপনাদের ব্লগিং ক্যারিয়ারে সহযোগীতা করবে। আর হ্যাঁা আপনাদের এই আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।
No comments