' আশীর্বাদ ' সিনেমা থেকে অপু বিশ্বাস সড়ে দাড়ালেন নাকি বাদ পড়লেন?
এইতো গত ১৬ ই আগস্ট ' আশীর্বাদ ' সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন অপু বিশ্বাস। ঠিক তার দু'দিনের মাথায় সে জানালেন ' আশীর্বাদ ' সিনেমা থেকে সে সড়ে দাড়িয়েছেন । এবং নিম্নোক্ত বক্তব্যটি দেন -
‘করোনায় এখনো প্রতিদিন প্রাণ হারাচ্ছে মানুষ। মা বিষয়টি নিয়ে চিন্তিত। তাই এই মাসেই সিনেমার কাজ শুরু করতে দিতে চাচ্ছেন না। আমিও একটু ভাবছি, কারণ কাজ করে বাসায় ফিরে সন্তান ও মায়ের সঙ্গে দেখা করতে হবে। এদিকে ‘আশীর্বাদ’ সিনেমার কাজ শুরু হবে এই মাসেই। তাই এই সিনেমার কাজ ছেড়ে দিতে হচ্ছে।'
মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘আশীর্বাদ’ নামে সিনেমাটি প্রযোজনার পাশাপাশি কাহিনি ও চিত্রনাট্য রচনা করেছেন
জেনিফার ফেরদৌস। গত ১৬ আগস্ট এই সিনেমায় চুক্তিবদ্ধ হন অপু বিশ্বাস। চুক্তিবদ্ধ
হওয়ার দুদিন পরেই সিনেমাটি থেকে সরে দাঁড়ালেন অপু। - এরকম খবর ঘুরে বেড়াচ্ছিল সামাজিক এবং অনলাইন নিউজ পোর্টাল গুলোতে।
তবে এই সিনেমার প্রযোজক তার ফেইজবুক আইডিতে একটি ভিডিও বার্তায় বিষয়টি পরিষ্কার করেন। তার ভিডিও বার্তা থেকে জানা যায় যে -
তিনি সাইন ইন করার সময় অপু বিশ্বাসকে বলেছিলেন সাইন ইন এর সময় তোলা স্থির চিত্র বা ভিডিও তিনি যেন তার ( জেনিফার ফেরদৌস ) অনুমতি ছাড়া কোথাও যেন পাবলিশ না করেন। কিন্তু অপু বিশ্বাস তার ফেইসবুক পেইজে ঐ সকল ছবি আপলোড দেন। যেটি দ্বারা তিনি প্রযোজনা সংস্থার নিয়ম ভঙ্গ করেছেন। আর ঠিক এই কারনেই এ সিনেমা থেকে তাকে বাদ দেওয়া হয়।
আপনাদের বুঝার সুবিধার্থে জেনিফার ফেরদৌস এর পুরো ভিডিও বার্তাটি এখানে দেওয়া হল।
No comments