Header Ads

ফ্রিল্যান্সার এবং তাদের দাবি!



ফাইভার বাংলাদেশ ও ইবনে নূর শাওন এই ২টি ফেসবুক পেইজ থেকে প্রাপ্ত পাঁচশতাধিক কমেন্টসের ভিত্তিতে ৪টি বিষয় নিয়ে কথা হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলকের সাথে। ৪টি বিষয়ের (পেপাল, গ্রামে দ্রুত গতির ইন্টারনেট, ভূয়া কোচিং সেন্টার, সরকারী অথবা সামাজিক স্বীকৃতি) উপর ভিত্তি করে ৪টি সংবাদ দ্রুত সময়ের মধ্যে দেখতে পাবেন একুশে টিভিতে।

গত ১৬ আগস্ট জানতে চাওয়া হয়েছিলো, দেশী ফ্রিল্যান্সারদের প্রধান তিনটি সমস্যা কি? জবাবে মোটামুটি ৯টি বিষয় উঠে এসেছে :
১. পেপাল না থাকা
২. গ্রামে দ্রুতগতির ইন্টারনেট সংকট
৩. ব্যাংক লেনদেনে ফ্রিল্যান্সারদের হয়রানি
৪. সরকারী ও সামাজিক স্বীকৃতি না থাকা
৫. ইন্টারনেটের উচ্চমূল্য
৬. প্রবাসীদের মতো ফ্রিল্যান্সারদের আয়ে প্রনোদনা না থাকা
৭. ভূয়া ট্রেনিং ও কোচিং সেন্টারের দৌরাত্ব
৮. বিনামূল্যে ট্রেনিংয়ের দুষ্প্রাপ্ততা
৯. দেশী ফ্রিল্যান্সারদের ভাষা দক্ষতার অভাব।

No comments

Powered by Blogger.