Header Ads

ফুটপাতে হলুদ টাইলস বসানো হয় কেন?



বাংলাদেশের ফুটপাতের সাথে আমরা সবাই তো পরিচিত । বাংলাদেশের ফুটপাত আগের চেয়ে এখন অনেক উন্নত হয়েছে। আগের মত ফুটপাত দখল করে এখন আর দোকানও বসে না। দেশের ফুটপাতে এখন টাইলস বসানো হইয়েছে। এটা তো আমরা সবাই দেখেছি এবং জানি। কিন্তু, আমরা ক'জন জানি - ফুটপাতে হলুদ টাইলস কেন বসানো হয়? হয়ত ভাবছেন সৌন্দর্যের জন্য ৷ কিন্তু, আসলে তা নয়৷ এই ফুটপাত দৃষ্টিপ্রতিবন্ধী বান্ধব৷ একটু খেয়াল করলে দেখবেন এই হলুদ টাইলসে সোজা স্ট্রাইপ আছে৷ একটু উঁচু ৷ একজন দৃষ্টি প্রতিবন্ধী সহজেই পা ফেলে সোজা বরাবর হেটে যেতে পারবে ৷ আবার ফুটপাত যেখানে ঢালু হয়েছে, সেখানে একটা টাইলসে ছয়টি গোলাকার বৃত্ত ৷ পা ফেললে সহজেই বুঝা যায় এখানে ফুটপাত নেমে গেছে৷ চলার পথ করতে গিয়ে আমরা প্রতিবন্ধীদের কথা ভেবেছি ৷ জানেন, প্রতিদিন যখন এই ফুটপাত দেখি গর্বে বুকটা ফুলে উঠে। কারণ, আমাদের দেশের ফুটপাত এখন প্রতিবন্ধীবান্ধব ৷

No comments

Powered by Blogger.