Header Ads

জন্ম পঞ্জিকা - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

 


ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (২৬ সেপ্টেম্বর ১৮২০২৯ জুলাই ১৮৯১) ঊনবিংশ শতকের একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক গদ্যকার।

তার প্রকৃত নাম “ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়”সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য প্রথম জীবনেই তিনি “বিদ্যাসাগর” উপাধি লাভ করেন। সংস্কৃত ছাড়াও বাংলা ও ইংরেজি ভাষায় ছিল তাঁর বিশেষ জ্ঞান। তিনিই প্রথম বাংলা লিপি সংস্কার করে তাকে যুক্তিবহ অপরবোধ্য করে তোলেন । বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকার তিনিই। রবীন্দ্রনাথ ঠাকুর - তাকে বাংলা গদ্যের প্রথম শিল্পী বলে অভিহিত করেছেন তিনি রচনা করেছেন জনপ্রিয় শিশুপাঠ্য বর্ণপরিচয়  সহ, একাধিক পাঠ্যপুস্তক, সংস্কৃত ব্যাকরণ গ্রন্থ। সংস্কৃত , হিন্দি  ইংরেজি থেকে বাংলায় অনুবাদ সাহিত্য জ্ঞানবিজ্ঞান সংক্রান্ত বহু রচনা

অন্যদিকে বিদ্যাসাগর ছিলেন একজন সমাজ সংস্কারকও। বিধবা বিবাহ  স্ত্রীশিক্ষার প্রচলন, বহুবিবাহ বাল্য বিবাহের মতো সামাজিক অভিশাপ দূরীকরণে তার অক্লান্ত সংগ্রাম আজও স্মরিত হয় যথোচিত শ্রদ্ধার সঙ্গে । বাংলার নবজাগরণের  এই পুরোধা ব্যক্তিত্ব দেশের আপামর জনসাধারণের কাছে পরিচিত ছিলেনদয়ার সাগরনামে। দরিদ্র, আর্ত পীড়িতরা কখনই তাঁর দুয়ার থেকে শূন্য হাতে ফিরে যেত না এমনকি নিজের চরম অর্থসংকটের সময়ও তিনি ঋণ নিয়ে পরোপকার করেছেন তাঁর পিতামাতার প্রতি তাঁর ঐকান্তিক ভক্তি বজ্রকঠিন চরিত্রবল বাংলায় প্রবাদপ্রতিম। মাইকেল মধুসূধন দত্ত তার মধ্যে দেখতে পেয়েছিলেন প্রাচীন ঋষির প্রজ্ঞা, ইংরেজের কর্মোদ্যম বাঙালি মায়ের হৃদয়বৃত্তি

১৮৯১ সালের ২৯শে জুলাই বিদ্যাসাগর কলকাতায় প্রয়াত হন। বাংলার সমাজ-সংস্কৃতি-শিক্ষার ইতিহাসে চিরকালের এক উজ্জ্বল নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আজও বাঙালি সমাজে তিনি অব্যাহতভাবে প্রাসঙ্গিক।

আজ তার জন্মদিনে রইলো শ্রদ্ধা।

 

  

No comments

Powered by Blogger.