পুত্র সন্তানের অভিভাবক হলেন রাজ - শুভশ্রী
পুত্র সন্তানের অভিভাবক হলেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলি। রাজ চক্রবর্তী তাঁর ফেইজবুক পেইজে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন মা এবং সন্তান সুস্থ আছেন।
তিনি তাঁর সেই পোস্টে তাঁর সন্তানের নাম প্রকাশ করেছেন। তিনি তাঁর সেই পোস্টে তাঁর সন্তানের নাম জানান - যুবন চক্রবর্তী ( Yuvaan Chakrabarty ).
উল্লেখ্য, তারা ২০১৮ সালের ১২ ই মে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
তাদের জন্য রইলো শুভ কামনা।
No comments