Header Ads

‘আশীর্বাদ’র জন্য সবার আশীর্বাদ চাইলেন অপু বিশ্বাস

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস।


দশ বছরের ক্যারিয়ারে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার ঝুলিতে রয়েছে অনেক ব্যবসাসফল সিনেমা। এরই ধারাবাহিকতায় এবার নতুন সিনেমায় নাম লেখালেন তিনি। যেটি সরকারি অনুদান প্রাপ্ত।

আশীর্বাদ নামে সিনেমাটি পরিচালনা করছেন মোস্তাফিজুর রহমান মানিক এবং প্রযোজনার পাশাপাশি কাহিনি ও চিত্রনাট্য রচনা করেছেন জেনিফার ফেরদৌস। গত ১৬ আগস্ট এই সিনেমায় চুক্তিবদ্ধ হন অপু বিশ্বাস। এতে তার চরিত্রের নাম হল সুবর্ণা ৷ এর সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু।

অপু বিশ্বাস বলেন, সিনেমাটির কাহিনি অনেক ভালো। এতে আমার চরিত্রটিও অসাধারণ। আমার বিশ্বাস জেনিফার আপুর আশীর্বাদ একটি অসাধারণ চলচ্চিত্র হবে। আশীর্বাদ সিনেমার জন্য সবার আশীর্বাদ চাই।

অপুর চরিত্র প্রসঙ্গে জেনিফার ফেরদৌস বলেন, মুক্তিযুদ্ধের গল্পের এই সিনেমায় সুবর্ণা চরিত্রে জন্য অপুই মানানসই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীর নাম সুবর্ণা। মুক্তিযুদ্ধের আগে উত্তাল রাজনীতি এবং মুক্তিযুদ্ধের পটভূমি নিয়ে সিনেমাটি নির্মাণ করা হচ্ছে।

আগামী সেপ্টেম্বর মাসের শুরুর দিকে এ সিনেমার শুটিংশুরু হবে বলে জানিয়েছেন প্রযোজক।

 

No comments

Powered by Blogger.