Header Ads

মারা গেলেন উপমহাদেশের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়


 

মারা গেলেন উপমহাদেশের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় । রবিবার ( ১৫ ই নভেম্বর ) মিনিটে কোলকাতার বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বর্ষীয়ান এই অভিনেতা করোনায় আক্রান্ত হয়ে গত ৬ই অক্টোবর হাসপাতালে ভর্তি হন। করোনাকেও জয় করেছিলেন তিনি । তবে অন্যান্য জটিল রোগের কাছে হেরে যান তিনি।

সৌমিত্র চট্টোপাধ্যায় ১৯৩৫ সালে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে ছিলেন প্রযোজক , গল্পকার, কবি, এবং আবৃত্তিকার। মঞ্চেও তিনি ছিলেন এক দুর্দান্ত অভিনেতা। পেশাজীবন শুরু করেন একজন ভয়েস আর্টিস্ট হিসেবে। পরে সিনেমায় ডাক পান ১৯৫৯ সালে , অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায়ের " অপুর সংসার " সিনেমার জন্য। এরপর তিনি সত্যজিৎ রায়ের ২৭টি সিনেমার মধ্যে ১৪টিতেই তিনি অভিনয় করেন। তার অভিনীত জনপ্রিয় চরিত্র " ফেলুদা " ।

তিনি ২০০৪ সালে " পদ্মভূষণ " ও ২০১২ সালে " দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হন। এছাড়াও তিনি ২০১৭ সালে ফ্রান্স সরকার কর্তৃক " লিজিওন অব অনার " লাভ করেন।

তিনি একই বছরে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক " বঙ্গবিভূষণ " পুরস্কারে সম্মানিত হন। 

No comments

Powered by Blogger.