পাকিস্তানে নির্মাণ করা হচ্ছে বাংলাদেশ দূতাবাস
Credit - Bangladesh Military Affairs
বাংলাদেশ সরকার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বাংলাদেশের দুতাবাস তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে। ইতোমধ্যে বাংলাদেশ দূতাবাসের ডিজাইন এবং প্লানিং(planning) সম্পন্ন হয়েছে। ইসলামাবাদের কূটনৈতিক এলাকায় (DIPLOMATIC ZONE) বাংলাদেশ সরকার আগেই ৫ একর জমি কিনে ফেলেছিল,এখন সেই ৫ একর জমির ওপরেই বাংলাদেশের দুতাবাস(Embassy) নির্মাণ করা হবে।
দূতাবাসের ডিজাইন এর কাজ করেছে বাংলাদেশের কনসালটেন্সি এজেন্সি "SHATOTTO Architecture for green living”
বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি এবং একইসাথে পাকিস্তানের ঐতিহ্য ও সংস্কৃতি একসাথে করে দুতাবাসটি ডিজাইন করা হয়ছে।
উল্লেখ্য যে, বিভিন্ন কারণে পাকিস্তানের ভূরাজনৈতিক গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে।এবং ভবিষ্যতে CPEC(China Pakistan Economic Corridor) এর কারণে পাকিস্তান বৈশ্বিক বানিজ্যিক হাব (GLOBAL BUSINESS DESTINATION) এ পরিণত হতে যাচ্ছে ফলে সহজেই অনুমান করা যায় বাংলাদেশ ও পাকিস্তানের বানিজ্য বৃদ্ধি পাবে একইসাথে বাংলাদেশ পাকিস্তানের "গদর গভীর সমুদ্র বন্দর" এবং CPEC প্রোজেক্ট গুলো ব্যবহার করে সহজেই চীনের সাথ যোগাযোগ ও ব্যবসা সম্প্রসারণ করতে পারবে একইসাথে বাংলাদেশে চীনের বিনিয়োগ বৃদ্ধি পাবে ফলে দেশ অর্থনৈতিক ভাবে উন্নত হবে।
পাকিস্তানে বাংলাদেশের দূতাবাস নির্মাণ হলে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো সুদৃঢ় হবে।
No comments