Header Ads

পাকিস্তানে নির্মাণ করা হচ্ছে বাংলাদেশ দূতাবাস

Credit - Bangladesh Military Affairs


বাংলাদেশ সরকার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বাংলাদেশের দুতাবাস তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে। ইতোমধ্যে বাংলাদেশ দূতাবাসের ডিজাইন এবং প্লানিং(planning) সম্পন্ন হয়েছে। ইসলামাবাদের কূটনৈতিক এলাকায় (DIPLOMATIC ZONE) বাংলাদেশ সরকার আগেই ৫ একর জমি কিনে ফেলেছিল,এখন সেই ৫ একর জমির ওপরেই বাংলাদেশের দুতাবাস(Embassy) নির্মাণ করা হবে।

দূতাবাসের ডিজাইন এর কাজ করেছে বাংলাদেশের কনসালটেন্সি এজেন্সি "SHATOTTO Architecture for green living”
বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি এবং একইসাথে পাকিস্তানের ঐতিহ্য ও সংস্কৃতি একসাথে করে দুতাবাসটি ডিজাইন করা হয়ছে।
উল্লেখ্য যে, বিভিন্ন কারণে পাকিস্তানের ভূরাজনৈতিক গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে।এবং ভবিষ্যতে CPEC(China Pakistan Economic Corridor) এর কারণে পাকিস্তান বৈশ্বিক বানিজ্যিক হাব (GLOBAL BUSINESS DESTINATION) এ পরিণত হতে যাচ্ছে ফলে সহজেই অনুমান করা যায় বাংলাদেশ ও পাকিস্তানের বানিজ্য বৃদ্ধি পাবে একইসাথে বাংলাদেশ পাকিস্তানের "গদর গভীর সমুদ্র বন্দর" এবং CPEC প্রোজেক্ট গুলো ব্যবহার করে সহজেই চীনের সাথ যোগাযোগ ও ব্যবসা সম্প্রসারণ করতে পারবে একইসাথে বাংলাদেশে চীনের বিনিয়োগ বৃদ্ধি পাবে ফলে দেশ অর্থনৈতিক ভাবে উন্নত হবে।
পাকিস্তানে বাংলাদেশের দূতাবাস নির্মাণ হলে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো সুদৃঢ় হবে।
ডিজাইনের কিছু ছবি এখানে দেওয়া হল।
Credit - Bangladesh Military Affairs



Credit - Bangladesh Military Affairs


Credit - Bangladesh Military Affairs


Credit - Bangladesh Military Affairs


Credit - Bangladesh Military Affairs


Credit - Bangladesh Military Affairs



No comments

Powered by Blogger.