Header Ads

আসছে নুসরাত ফারিয়ার "পটাকার" পরের গান



দুবাইয়ে অবসর সময় কাটানোর ফাঁকে নতুন এক খবর জানালেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ফেসবুক ও ইনস্টাগ্রামে গতকাল লিখেছেন, ‘শিগগিরই আসছে নতুন গান।’ এরপর থেকেই এর বিস্তারিত জানার জন্য ভক্ত–শ্রোতাদের মধ্যে আগ্রহের অবকাশ নেই। ভক্তদের নিরাস করলেন না ফারিয়াও। জানিয়ে দিলেন তাঁর নতুন গানের বিস্তারিত।

চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার গাওয়া প্রথম গান ‘পটাকা’। এবার দ্বিতীয় গানের মিউজিক ভিডিও প্রকাশের জন্য তৈরি এই অভিনেত্রী। ‘আমি চাই থাকতে’ শিরোনামের গানের ভিডিও অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। গানটিতে নুসরাত ফারিয়ার সঙ্গে দ্বৈতকণ্ঠ দিয়েছেন ইন্ডিয়ার মাস্টার ডি। সুর ও সংগীত করেছেন মাস্টার ডি নিজেই।ভারতের নৃত্য পরিচালক বাবা যাদব মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন। ফারিয়া জানান, পপ জনরার গান এটি। গত জানুয়ারি মাসে ভারতের রাজস্থানে এর ভিডিও ধারণ করা হয়েছে। তিনি বলেন, ‘দ্বিতীয় গান নিয়ে প্রত্যাশা আরও বেশি। কারণ আমি চাই, দ্বিতীয় গান প্রথম গানকে ছাড়িয়ে যাক। গানটি নিয়ে যত্নও বেশি ছিল। যেহেতু গানটি এসভিএফ থেকে প্রকাশিত হতে যাচ্ছে, এ কারণে গানটির মান ঠিক রাখতে দেশ ও দেশের বাইরের অভিজ্ঞতাসম্পন্ন কলাকুশলী রাখা হয়েছিল।’নুসরাত ফারিয়া বর্তমানে অবস্থান করছেন দুবাইয়ে। গত শুক্রবার সেখানে অবকাশ কাটাতে গেছেন তিনি।

এই যাত্রায় ‘আশিকী’, ‘বস টু’, ‘শাহেনশাহ’খ্যাত ফারিয়ার সঙ্গী হয়েছেন হবু বর রনি রিয়াদ রশিদ। দীর্ঘ ৫ মাস ১৫ দিন পর সঙ্গনিরোধকাল শেষ করে ঘর থেকে বের হয়ে দুবাই গেলেন তিনি। এর আগে সর্বশেষ ১০ মার্চ মুম্বাইয়ে গিয়েছিলেন একটা শুটিংয়ের কাজে। অনেকদিন পর দেশের বাইরে বেড়াতে যাওয়া নিয়ে ফারিয়া বলেন, ‘দুবাই আমার প্রিয় শহর। বিশেষ করে শপিং করার জন্য দুবাইয়ের তুলনা নেই।

’ফারিয়ারা ফাইভ পাম জুমেইরাহ হোটেল অ্যান্ড রিসোর্ট নামের যে রিসোর্টটিতে থাকছেন, সেটি দুবাইয়ের সবচেয়ে বড় আর বিলাসবহুল রিসোর্টের একটি। সেখানে রয়েছে জীবনযাপনের যাবতীয় অত্যাধুনিক আসবাব ও বিলাস পণ্যসমেত ৪৭০টি ঘর, পাঁচটি সুইমিং পুলসহ নানা কিছু। সেখান থেকে দেখা যায় আরব উপসাগর আর দুবাই স্কাইলাইন। ফারিয়া জানালেন, ৩ অক্টোবর দেশে ফিরবেন। এর মধ্যে আবুধাবিতেও কয়েক রাত কাটাবেন।২০১৮ সালের ২৬ এপ্রিল নুসরাত ফারিয়ার প্রথম গান ‘পটাকা’র মিউজিক ভিডিও প্রকাশিত হয়। এরপরেই আলোচনা ও সমালোচনা দুটিই তৈরি হয় গানটি নিয়ে। তাঁর দ্বিতীয় গান রেকর্ডিং শেষ করেন ২০২০ সালের শুরুর দিকে। এরপর করোনাভাইরাসের কারণে গানের ভিডিও প্রকাশ আটকে যায়।

No comments

Powered by Blogger.