ফেইজবুক কেন নীল রঙ্গয়ের?
অনেকেই জানেন কিংবা জানেন না - কেন ফেইজবুক নীল রঙ্গয়ের?
Facebook logo
বর্তমানে বাংলাদেশে ফেইজবুক এর নাম শুনেনি এমন লোকের সংখ্যা খুবই কম।
বর্তমানে বাংলাদেশের ফেইজবুক ব্যবহারকারীর সংখ্যা নেহাত কম নয়।
তবে আপনি কি জানেন ফেইজবুকের রঙ নীল কেন? যদি জানেন তাহলে কমেন্ট করে জানান আর না জানলে পুরো আর্টিকেলটি পড়ুন।
ফেইজবুক লাল বা সবুজ না হয়ে কেন নীল হল? তার কারণ, ফেইজবুক এর আবিষ্কারক ' মার্ক জাকারবার্গ ' একজন কালার ব্লাইন্ড বা বর্ণান্ধ।
হ্যাঁ, আপনি ঠিক পড়ছেন। তার এই অসুখটির কারণে ফেইজবুক এর রঙ নীল এবং সাদা। তার এই অসুখটির কারণে তিনি নীল এবং সাদা রঙটি পছন্দ করেছেন ফেইজবুক এর রঙ হিসেবে।
No comments