Header Ads

অনলাইনে ওয়েবসাইট থেকে আয়

 অনলাইনে ওয়েবসাইটে ছোট খাট কাজ করে যারা আয় করতে চান , আজকের এই পোস্টটি তাদের জন্য।



আজকের সাইটটি হলো পেইডেরা ডট কম । 

Click Here

এই সাইটটি খুবই লেজিড একটা সাইট এবং অনেক বছর থেকে সার্ভিস দিচ্ছে।

এই সাইটটিতে গেলে এরকম একটি এন্টারফেজ পাবেন।


এখান থেকে আপনারা ক্রিয়েট একাউন্টে ক্লিক করবেন। তারপর এরকম একটি এন্টারফেজ পাবেন।


এরপর একে একে আপনার -

  • ফার্স্ট নেইম
  • লাস্ট নেইম
  • ইউজার নেইম
  • ই-মেইল এড্রেস
  • পাসওয়ার্ড এবং
  • কনফার্ম পাসওয়ার্ড
দেওয়ার পর সাইন আপ এন্ড ক্রিয়েট মাই একাউন্ট এ ক্লিক করলে আপনার একাউন্ট তৈরি
 করা হয়ে যাবে। এরপর আপনি এরকম এন্টারফেজ পাবেন।

আপনার মূল কাজ হবে সার্ভে করা। সার্ভেতে ক্লিক করলে এমন এন্টারফেজ পাবেন।


 দেখুন এই মুহূর্তে আমার জন্য পাঁচটি সার্ভে রয়েছে। আরো একটু খেয়াল করে দেখুন এখানে সর্বোচ্চ ১ ডলারের সার্ভে রয়েছে। যেটি ১৪৫ টি রেফারেল থাকলেই করা যাবে।

Click Here

আর এছাড়া কুইজ করেও আরো ইনকাম করার ব্যাবস্থা রয়েছে।

আর পেমেন্ট মেথটও একেবারে ইজি। ৩০ ডলার হলেই ক্যাশাউট করতে পারবেন।

সো ভালো লাগলে কমেন্ট এবং শেয়ার করুন।

সাইট লিঙ্ক - https://paidera.com/?r=1212279

No comments

Powered by Blogger.